মদিনা থেকে ঢাকায় আসার পথে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইট (এ ৩৩০-২০০) যান্ত্রিক ক্রটির কারণে জেদ্দার কিং আব্দুল আজিজ বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। ফ্লাইটটিতে ১৫১ জন আরোহী ছিল বলে জানা গেছে। এদের ১৪১ জনই বাংলাদেশি। স্থানীয় সময় সোমবার (২১ মে) রাত ১১টা ২০ মিনিটে ‘নোজ গিয়ারে’ সমস্যা দেখা দেয়ায় ফ্লাইটটি জরুরি অবরতণে বাধ্য হয়।
সৌদি এয়ারলাইন্স তাদের অফিসিয়াল টুইটারে এক টুইট বার্তায় জানায়, যান্ত্রিক ত্রুটির কারণে মদীনা থেকে ঢাকাগামী সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইট জেদ্দার কিং আব্দুল আজিজ বিমানবন্দরে জরুরি অবতরণে বাধ্য হয়। এসময় বিমানটি সামনের চাকায় আগুন ধরে গিয়েছিল। এতে বিমানটির সামান্য ক্ষয়ক্ষতি হলেও যাত্রীরা নিরাপদে আছে।
সৌজন্যে- জাগো নিউজ