পবিত্র রমজান মাসের কথা মাথায় রেখে ‘জীবন’ নাটকে দর্শকদের সুস্থ বিনোদন দেওয়ার মধ্য দিয়ে কিছু ইতিবাচক বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে। নাটকটি গল্প, কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মাবরুর রশীদ বান্নাহ। নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় দুই অভিনয় শিল্পী জিয়াউল ফারুক অপূর্ব ও তানজিন তিশা।
নাটকের গল্পে দেখা যাবে, ধার্মিক ও বেশ গোছানো একটি মেয়ে তানজিন তিশা। ইবাদত ও ক্যারিয়ার গড়ার চেষ্টায় তার সময় কাটে। অপূর্ব একেবারে অগোছালো ও ক্যারিয়ার নিয়ে উদাসীন। একদিন রাস্তায় তিশাকে দেখে তার ভালো লেগে যায়। এক পর্যায়ে পারিবারিকভাবে তাদের বিয়ের কথা এগোতে থাকে। কিন্তু তিশা বিয়ের আগে অপূর্বকে কিছু কথা বলেন। আর সেই কথাগুলো শুনে অপূর্বের মধ্যে উপলব্ধি হয়। নিজেকে পাল্টে ফেলেন তিনি। বদলে যায় তার জীবন।
পবিত্র মাহে রমজান উপলক্ষে গত ১৮ মে এটি প্রকাশ পেয়েছে ইউটিউবে। দর্শকের ভালো সাড়াও পাওয়া যাচ্ছে ইতোমধ্যে।