Search
Close this search box.
Search
Close this search box.

bangladeshআফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ রোববার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এ দল ঘোষণা করা হয়।

আগামী মাসে ভারতে আফগানদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আগামী ৩১ মে ভারতের উদ্দেশ্যে রওয়ানা দিবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

chardike-ad

বাংলাদেশের বিপক্ষে ৩-৭ জুন তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে আফগানিস্তান। দেরাদুনের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের সবকটি ম্যাচ।

দলে ফিরেছেন মোসাদ্দেক হোসেন। তবে বাদ পড়েছেন ইমরুল কায়েস, তাসকিন আহমেদ ও নুরুল হাসান সোহান।

বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মেহেদি হাসান মিরাজ, আরিফুল হক, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, আবু জায়েদ রাহি, আবু হায়দার রনি ও নাজমুল ইসলাম অপু।