দক্ষিণ ও উত্তর কোরিয়া আগামীকাল ১৬ মে সীমান্তবর্তী গ্রাম পানমুনজমে উচ্চপর্যায়ের আলোচনায় বসতে সম্মত হয়েছে। মঙ্গলবার সিউল একত্রীকরণ মন্ত্রণালয় এ কথা জানায়। খবর সিনহুয়া’র।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, দুই কোরিয়ার শীর্ষ কর্মকর্তারা পানমুনজমের পিস হাউসে আলোচনায় বসবেন। এ সময়ে তারা পানমুনজম ঘোষণা জোরদার করার উপায় নিয়ে আলোচনা করবেন।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং পরমাণু নিরস্ত্রীকরণ সম্পূর্ণ করার বিষয়ে সম্মত হওয়ার পর গত ২৭ এপ্রিল পানমুনজম ঘোষণা প্রকাশ করা হয়। উভয় নেতা এই ঘোষণা এগিয়ে নিতে দু’দেশের শীর্ষ কর্মকর্তাদের বৈঠকের বিষয়েও একমত হন। দক্ষিণ কোরীয় দলের নেতৃত্ব দেবেন একত্রীকরণ মন্ত্রী চো মাইওয়ান।
অপরদিকে উত্তর কোরিয়ার নেতৃত্ব দেবেন দেশটির একত্রীকরণ কমিটির চেয়ারম্যান রাই সোন গাউন।