ইসরাইলের সব ধরনের হামলার পাল্টা জবাব দেয়া হবে বলে জানিয়েছেন চীনে নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত ইমাদ মোস্তফা। তিনি বলেন, একটি স্বার্বভৌম ভূখণ্ড হিসেবে আত্মরক্ষার স্বার্থে ইসরাইলের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালাতে মোটেই দ্বিধা করা হবে না।
তিনি জোর দিয়ে বলেছেন, ইসরাইলি আগ্রাসনের মুখে তার দেশের জনগণের আত্মরক্ষার অধিকার আছে। শুক্রবার রাশিয়ার বার্তা সংস্থা স্পুটনিককে সিরিয়ার এ কূটনীতিক এসব কথা বলেছেন।
ইসরাইল থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও যেসব বিমান সিরিয়ার আকাশসীমা লঙ্ঘন করবে সেগুলোকে সিরিয়ার সামরিক বাহিনী ভূপাতিত করবে বলেও তিনি সতর্ক করেন। ইমাদ মুস্তাফা বলেন, তার দেশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার চেষ্টা অব্যাহত রাখবে, যাতে ইসরাইলের যেকোনো ক্ষেপণাস্ত্র ও জঙ্গিবিমানকে ভূপাতিত করা সম্ভব হয়।
ইসরাইলের বাহিনী সিরিয়ার ওপর বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা করার একদিন পর সিরিয়ার রাষ্ট্রদূত এসব কথা বললেন। ইসরাইল দাবি করেছে, সিরিয়া থেকে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্রের জবাবে তারা হামলা চালিয়েছে। তবে ইরানি ক্ষেপণাস্ত্রের দাবি মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে সিরিয়া।