অশ্লীল মেসেজ ও ভিডিও পাঠানোর অভিযোগে এক অধ্যাপককে বেদম মারধর করেছেন তার ছাত্রীরা। ওই মারধরের ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়ে যাওয়ার পর অভিযুক্ত অধ্যাপককে গ্রেফতার করেছে পুলিশ।
ভারতের পাঞ্জাব রাজ্যের পাটিয়ালা সরকারি কলেজে এমন ঘটনা ঘটেছে।
পুলিশ জানিয়েছে, বেশ কয়েক দিন ধরেই ওই অধ্যাপক ছাত্রীদের নানা ধরনের অশ্লীল মেসেজ ও ভিডিও পাঠাতেন। আস্তে আস্তে তার হয়রানির শিকার ছাত্রীর সংখ্যা বাড়তে থাকে। এর পরই কলেজের ছাত্রীরা একজোট হয়ে তার ওপর চড়াও হন।
ভিডিওতে দেখা যায়, তিন ছাত্রী ওই অধ্যাপককে হাত দিয়ে মারধর করছেন এবং তিনি আত্মরক্ষা করতে চেষ্টা করছেন। ওই সময় বাকি শিক্ষার্থীরা এ মারধরের দৃশ্য ভিডিও করছিল।
অভিযুক্ত ওই অধ্যাপককে পুলিশ গ্রেফতার করলেও তার পরিচয় জানা যায়নি।
ভারতে শিক্ষার্থীদের যৌন হয়রানিকারী শিক্ষকদের সংখ্যা কম নয়। কয়েক দিন আগে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হেনস্তার অভিযোগ ওঠে।
এ ঘটনা নিয়ে প্রতিবাদ শুরু হওয়ার পরই পুলিশ অতুল জোহরি নামে ওই অধ্যাপককে গ্রেফতার করে।