Search
Close this search box.
Search
Close this search box.

galaxy-s10এবার চার ক্যামেরার একটি ফ্লাগশিপ ফোন আনছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। মডেল স্যামসাং গ্যালাক্সি এস টেন। অ্যানড্রয়েড ৮.০ অরিও অপারেটিং সিস্টেমে চালিত বেজেলে লেস ইনফিনিটি ডিসপ্লের এই ফোনটির স্ক্রিন সাইজ ৬.৩। রেজুলেশন ১৪৪০x২৯৬০ পিক্সেল। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৯:৯।

ফোনটিতে অত্যাধুনিক দ্রুতগতির কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর ৮৪৫ চিপসেট সংযোজন করা হয়েছে। ছবি তোলার জন্য নতুন এই ফোনটিতে রয়েছে তিনটি রিয়ার ক্যামেরা। সেলফি ক্যামেরা একটি। ব্যাকআপের জন্য এতে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের নন-রিমুভেবল ব্যাটারি রয়েছে।

chardike-ad

৬ জিবি র‌্যামের এই ফোনটি ১২৮/২৫৬ জিবি রম ভার্সনে পাওয়া যাবে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে রম ৪০০ জিবি পর্যন্ত বাড়িয়ে নেয়া যাবে। ফোনটির মূল্য হতে পারে ৯১৬ ডলার। তবে কবে নাগাদ ফোনটি বাজারে আসছে সে বিষয়ে কিছু জানা যায়নি।

সূত্র: দ্যভার্জ