সৌদি আরবের রাজধানী রিয়াদের কাছে একটি ‘বিনোদন সিটি’র নির্মাণ কাজের উদ্বোধন করছেন দেশটির বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। কর্তৃপক্ষ বলছে, বুধবার রিয়াদে ওই বিনোদন নগরী নির্মাণ কাজের উদ্বোধন হবে।
তেলনির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে আসতে মাল্টি-বিলিয়ন ডলারের বিভিন্ন প্রকল্পের অংশ হিসেবে এই বিনোদন নগরী নির্মাণ করা হচ্ছে। রিয়াদের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কিদ্দিয়া এলাকায় ৩৩৪ বর্গ কিলোমিটার আয়তনের এই বিনোদন নগরী ওয়াল্ট ডিজনির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে।
দেশটির কর্মকর্তারা বলেছেন, সৌদির এই বিনোদন নগরীতে থাকবে উচ্চ মানের থিম পার্ক, মোটর স্পোর্টস সুবিধা ও সাফারি পার্ক।
বহিঃর্বিশ্বের প্রত্যক্ষ এবং পরোক্ষ বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে সৌদি আরবে বিশাল আকারের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। সরকারি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন দেশটির প্রকল্প কর্মকর্তা ফাহদ বিন আব্দুল্লাহ তুনসি।
সূত্র: এএফপি