বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়ে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে আছে উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্র। চলছে পাল্টাপাল্টি হুমকি ও ভঙ্করসব মহড়া। তবে এরই মধ্যে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের পরমাণু পরীক্ষা ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ বন্ধের ঘোষণা দিযেছেন। আর এমন উত্তপ্ত পরিস্থিতিতে কিমের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন।
দুই নেতার মধ্যকার সম্মেলনের একদিন আগে কিমের ঘোষণাকে তাৎপর্যময় হিসাবে উল্লেখ করেন তিনি।
এ ব্যাপারে প্রেসিডেন্ট মুন সোমবার তার সহযোগিদের সাথে এক সভায় বলেন, ‘কোরীয় উপদ্বীপের অপারমানবিকীকরণে উত্তর কোরীয় নেতা কিমের এ ঘোষণা খুবই তাৎপর্যময়।’