মালয়েশিয়ায় এক মহিলার ফেসবুক মেসেঞ্জারে পর্নো ছবি দেয়ায় এক বাংলাদেশিকে ৮৮ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের জেল দিয়েছেন কুয়ালালামপুর আদালত।
বাদীর অভিযোগে জানা গেছে, গত ১২ মার্চ রাত আনুমানিক ৮টার দিকে মো. কাউছার (২১) ওই মহিলার ফেসবুক মেসেঞ্জারে পর্নো পাঠায়। মহিলা তাকে বারবার নিষেধ করলেও সে পাঠাতে থাকে। ১২ মার্চ ওই মহিলা বিষয়টা আইন-শৃঙ্খলা বাহিনীকে জানানোর পর পুলিশ বাংলাদেশিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে।
১৮ এপ্রিল বিচারক মো. ফেরদৌস সাদিনা আলী, মালয় রিঙ্গিত ৪ হাজার অনাদায়ে ৬ মাসের কারাদণ্ডাদেশ দেন।