Search
Close this search box.
Search
Close this search box.

sauth-africa-apoloদক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে নূর হোসেন অ্যাপলো চৌধুরী (৩২) নামে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ১টার দিকে খাউটেংপ্রভিন্স এলাকার তার নিজ বাসায় এ ঘটনা ঘটে।

নিহত নূর হোসেন অ্যাপলো নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের এসহাক মিস্ত্রী বাড়ির হাবিব উল্যা চৌধুরীর ছেলে। তিনি পাঁচ ভাই-বোনের মধ্যে চতুর্থ। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

chardike-ad

নিহতের পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম শাহীন চৌধুরী জানান, শুক্রবার রাতে কাজ শেষ করে বাসায় যায় অ্যাপলো। কিছুক্ষণ পরই বাসায় কয়েকজন দুর্বৃত্ত হামলা চালায়। এসময় তারা অ্যাপলোকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, অ্যাপলোর লাশ দেশে আনার জন্য তার পরিবারের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সৌজন্যে- জাগো নিউজ