সিরিয়া ইস্যুতে ক্রমশই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে। সিরিয়ার দিকে এগিয়ে যাচ্ছে রাশিয়ার যুদ্ধজাহাজ। রোববার সিরিয়ার দিকে এগিয়ে যাওয়া এসব জাহাজে ট্যাংক, মিলিটারি ট্রাক এবং অস্ত্রসহ নৌকাও রয়েছে বলে জানা গেছে।
সিরিয়ায় এমন পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন জাতিসংঘ। আশঙ্কা করা হচ্ছে, উত্তর কোরিয়া রাসায়নিক অস্ত্র তৈরিতে ব্যবহার করা যায় এমন উপাদান সিরিয়ায় সরবরাহ করছে। উত্তর কোরিয়া জাতিসংঘ নিষেধাজ্ঞা পালন করছে কিনা তার তদারকিতে থাকা কমিটি একটি বিশেষ রিপোর্ট তৈরি করেছে।
এ বিষয়ে মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, উত্তর কোরিয়া বেআইনিভাবে সিরিয়ায় উচ্চ-তাপসহ, অ্যাসিড প্রতিরোধক টাইলস, ক্ষয়প্রতিরোধক ভালভ ও থার্মোমিটার পাঠিয়েছে। সিরিয়ার সরকারি বাহিনী ক্লোরিন গ্যাস ব্যবহার করেছে এমন অভিযোগও উঠেছে।