এলজি ইলেকট্রনিকস তার ফ্লাগশিপ জি সিরিজের সপ্তম সংস্করণের স্মার্টফোন আনছে। ২ মে নিউইয়র্কে নতুন ডিভাইসটি উন্মোচন করা হবে। গত মঙ্গলবার দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রতিষ্ঠানটি এ তথ্য জানিয়েছে। খবর কোরিয়া হেরাল্ড।
এলজি জানায়, জি৭ থিনকিউ নামের নতুন স্মার্টফোনটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ফিচার থাকবে। একই সঙ্গে স্মার্টফোনটিতে থাকবে উন্নত ফিচারসমৃদ্ধ ক্যামেরা। ২ মে নিউইয়র্কের ম্যানহাটনে এক অনুষ্ঠানে নতুন ডিভাইসটি উন্মোচন করা হবে। পরের দিন সিউলে এটি উন্মোচনের পরিকল্পনা রয়েছে।
এলজির মোবাইল কমিউনিকেশন্স বিজনেস বিভাগের প্রধান হুয়াং জিওং হুঅং বলেন, জি৭ থিনকিউ স্মার্টফোনটিতে নতুন ফিচার সংযুক্ত করার ওপর গুরুত্ব দেয়া হয়েছে। ব্যবহারকারীরা এসব ফিচার কীভাবে ব্যবহার করবেন, সেটাই দেখার বিষয়।
এলজির তথ্যমতে, নতুন ডিভাইসটিতে এমপ্লাস এলসিডি প্যানেল ব্যবহার করা হবে, যা এলজি ডিসপ্লের তৈরি। সাধারণ এলসিডি প্যানেলের চেয়ে এটি ৪০ শতাংশ কম শক্তি খরচ করবে।
সম্প্রতি ফাঁস হওয়া তথ্যে দেখা গেছে, জি৭ থিনকিউ স্মার্টফোনটিতে আইফোনের দশক পূর্তি সংস্করণ আইফোন টেনের মতো নচ ডিজাইন আনা হয়েছে। ডিভাইসটির রিয়ার ডুয়াল ক্যামেরা মডিউলের নিচে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। বণিকবার্তা।