বৃষ্টি বিঘ্নিত ম্যাচে জয় পেয়েছে রাজস্থান রয়্যালস। আইপিএলের চলতি মৌসুমে নিজেদের দ্বিতীয় ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলসকে ১০ রানে হারিয়েছে রাহানের দল।
টস হেরে ব্যাট করতে নামা রাজস্থানের শুরুটা ভালো হয়নি। ব্যক্তিগত ৬ রানেই সাজঘরে ফিরে যান শর্ট। দ্রুত বিদায় নেন ইংলিশ তারকা বেন স্টোকসও (১৬)। তবে তৃতীয় উইকেটে আজিঙ্কা রাহানে ও স্যামসন মিলে ৬২ রানের জুটি গড়েন। ব্যক্তিগত ৪৫ রানে সাজঘরে ফেরেন রাহানে।
এরপর খুব বেশি সমউ উইকেটে থাকা হয়নি স্যামসনেরও। ২২ বলে ৩৭ রান করেন এই তারকা। শেষ দিকে বাটলার ১৮ বলে ২৯ রান করলে বড় সংগ্রহের ইঙ্গিত দেয় দলটি। তবে এরপরই বাগড়া দেয় বৃষ্টি। ১৭.৫ বলে ৫ উইকেট হারিয়ে ১৫৩ রান তোলার পর বৃষ্টি নামলে তা অনেকক্ষণ স্থায়ী হয়। পরে এ অবস্থায় রাজস্থানের ইনিংস সমাপ্ত ঘোষণা করে ডাকওয়ার্থ লুইস মেথডে দিল্লিকে ৬ ওভারে জয়ের জন্য ৭১ রানের টার্গেট দেওয়া হয়।
৭১ রানের জবাবে ব্যাট করতে নেমে প্রথম বলেই রান আউট হয়ে সাজঘরে ফেরেন মুনরো। আরেক ওপেনার ম্যাক্সওয়েল ফেরেন ১২ বলে ১৭ রান করে। তবে প্যান্ট ও মরিস কিছুটা আশার আলো দেখালেও ব্যক্তিগত ২০ রানে প্যান্ট সাজঘরে ফিরে গেলে দিল্লি ডেয়ারডেভিলসের শেষ রক্ষা হয়নি। শেষ পর্যন্ত ৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ৬০ রান তোলে। ১০ রানে ম্যাচ জিতে যায় রাজস্থান।