Search
Close this search box.
Search
Close this search box.

malaysia-deadমালয়েশিয়ায় নির্মাণাধীন বহুতল ভবনে কাজ করার সময় পড়ে গিয়ে বাংলাদেশি তিন শ্রমিক নিহত হয়েছে। সোমবার রাতে নিহতের সংবাদ পেয়ে যশোরের ঝিকরগাছা ও শার্শা উপজেলায় নিহতদের বাড়িতে স্বজনদের আহাজারিতে বাতাস ভারি হয়ে ওঠে। বাকরুদ্ধ হয়ে পড়েছে নিহতদের স্ত্রী ও সন্তানেরা।

নিহতরা হলেন- শার্শা উপজেলার ধান্যখোলা গ্রামের আয়নাল হকের ছেলে তরিকুল ইসলাম তরিক (৩২), শ্যামলাগাছী গ্রামের আবু তালেবের ছেলে আজমিন হোসেন (২৬) এবং ঝিকরগাছা উপজেলার ছোট-পোদেউলিয়া গ্রামের নুরুল হকের ছেলে সালাউদ্দিন (৪২)।

chardike-ad

নিহতদের স্বজনেরা জানান, সোমবার মালয়েশিয়ার জোহরবারু ফরেস্ট সিটিতে নির্মাণাধীন ৫০ তলা ভবনে কাজ করছিলেন তারা। ৩২ তলায় লিফট লাগানোর সময় নিচে পড়ে নিহত হন তারা।

এ খবর শুনে শার্শা উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডলসহ অনেকে নিহত তারিক ও আজমিনের বাড়িত যান। তিনি নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য কাজ চলছে বলে জানান।