মালয়েশিয়ায় নির্মাণাধীন বহুতল ভবনে কাজ করার সময় পড়ে গিয়ে বাংলাদেশি তিন শ্রমিক নিহত হয়েছে। সোমবার রাতে নিহতের সংবাদ পেয়ে যশোরের ঝিকরগাছা ও শার্শা উপজেলায় নিহতদের বাড়িতে স্বজনদের আহাজারিতে বাতাস ভারি হয়ে ওঠে। বাকরুদ্ধ হয়ে পড়েছে নিহতদের স্ত্রী ও সন্তানেরা।
নিহতরা হলেন- শার্শা উপজেলার ধান্যখোলা গ্রামের আয়নাল হকের ছেলে তরিকুল ইসলাম তরিক (৩২), শ্যামলাগাছী গ্রামের আবু তালেবের ছেলে আজমিন হোসেন (২৬) এবং ঝিকরগাছা উপজেলার ছোট-পোদেউলিয়া গ্রামের নুরুল হকের ছেলে সালাউদ্দিন (৪২)।
নিহতদের স্বজনেরা জানান, সোমবার মালয়েশিয়ার জোহরবারু ফরেস্ট সিটিতে নির্মাণাধীন ৫০ তলা ভবনে কাজ করছিলেন তারা। ৩২ তলায় লিফট লাগানোর সময় নিচে পড়ে নিহত হন তারা।
এ খবর শুনে শার্শা উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডলসহ অনেকে নিহত তারিক ও আজমিনের বাড়িত যান। তিনি নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য কাজ চলছে বলে জানান।