পেশায় ক্রীড়া সাংবাদিক, কাজ করেন আর্জেন্টিনার ক্যানাল এল দোসেতে। ফুটবল নিয়ে লেখালেখিই কাজ ম্যানুয়েল সানচেজের! চ্যাম্পিয়নস লিগে জুভেন্টাসের বিপক্ষে ক্রিশ্চিয়ানো রোনালদোর বাইসাইকেল কিকে করা গোলের রোমাঞ্চ ছুঁয়ে গিয়েছিল তাঁকেও। খেলার বিশ্লেষণ করার সময়ই বোধহয় ঠিক করে রেখেছিলেন, ওরকম একটা গোলের চেষ্টা তিনিও করে দেখবেন। অফিসের বাইরের লনেই তাই নেমে গেলেন ফুটবল নিয়ে। পেছনে রেখেছিলেন একটা গদিও। মাটিতে পড়ার সময় যাতে সেখানেই পড়েন। যত যাই হোক, তিনি তো আর অ্যাথলেট নন।
ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করাই ছিল মূল লক্ষ্য। এই চেষ্টাটাই যে শেষ পর্যন্ত বুমেরাং হয়ে যাবে তা কী আর জানতেন সানচেজ! লাফটাও দিয়েছিলেন ঠিকঠাক, নিচে রাখা গদির ওপরেও পড়েছিলেন। কিন্তু মাটিতে পড়ার সময় বাম পাটা পড়ল বেকায়দায়। চিৎকার দিয়ে সেখানেই লুটিয়ে পড়লেন তিনি। পরে অ্যাম্বুলেন্সে করে অফিস থেকে সোজা হাসপাতালে যেতে হল সানচেজকে। ভিডিওটা ততোক্ষণে অবশ্য পোস্ট হয়ে গিয়েছিল তার অ্যাকাউন্ট থেকে। সানচেজের সহকর্মী যিনি ভিডিও করছিলেন তিনিই পোস্ট করেছিলেন। পরে হাসপাতালে গিয়ে সানচেজকে পোস্ট করতে হল আরেকটা ছবি। বাম পা প্লাস্টার করা, শুয়ে আছেন তিনি হাসপাতালের বিছানায়!
আর্জেন্টাইন ভক্তের জন্য কী উপদেশ দেবেন রোনালদো? ‘ডু নট ট্রাই দিস অ্যাট হোম’?
সৌজন্যে- প্যাভিলিয়ন