messiস্প্যানিশ লা লিগা শিরোপার পথে আরো এক পা এগিয়ে গেল বার্সেলোনা। আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির হ্যাটট্রিকে লেগানেসকে ৩-১ ব্যবধানে হারিয়েছে এরনেস্তো ভালভেরদের দল।

শনিবার রাতে এই জয়ের ফলে লা লিগায় টানা ৩৮ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ডে ভাগ বসিয়েছে বার্সেলোনা। এর আগে এই কৃতিত্ব দেখিয়েছিলো রিয়াল সোসিয়েদাদ।

chardike-ad

কয়েকটি সুযোগ হাতছাড়া করার পর ২৭ মিনিটে প্রথম গোলের দেখা পায় বার্সেলোনা। বাঁকানো ফ্রি-কিকে বল জালে পাঠান লিওনেল মেসি। ৩২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। ফিলিপে কৌতিনিয়োর বাড়ানো বল ধরে দুই জনের মধ্যে দিয়ে ডি-বক্সে ঢুকে পড়েন তিনি। সঙ্গে লেগে থাকা ডিফেন্ডারকে কোনো সুযোগ না দিয়ে বাঁ-পায়ের শটে লক্ষ্যভেদ করেন মেসি। ৮৭তম মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন মেসি। উসমান দেম্বেলের বাড়ানো বল বুক দিয়ে নামিয়ে গোলরক্ষকের উপর দিয়ে জালে ঠেলে দেন তিনি।