কুয়েতের দক্ষিণাঞ্চলে রোববার দুই বাসের সংঘর্ষে ১৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতরা সবাই কুয়েতের একটি সরকারি তেল কোম্পানিতে চাকরি করতেন।
এএফপি জানিয়েছে, নিহতদের মধ্যে সাতজন ভারতীয়, পাঁচজন মিসরীয় ও তিনজন পাকিস্তানি নাগরিক রয়েছেন।
দুর্ঘটনায় আহত এক ভারতীয় ও একজন কুয়েতি নাগরিকের অবস্থা গুরুতর। দেশটির অগ্নিনির্বাপণ অধিদফতরের মুখপাত্র কর্নেল খালিল আল আমির জানান, নিহতরা কেওসির ঠিকাদার কোম্পানি বুরগান ড্রিলিংয়ের কর্মচারী ছিলেন।