warner his wife cryinbgঅস্ট্রেলিয়ার মারকুটে ওপেনার ডেভিড ওয়ার্নারের বল টেম্পারিংয়ের কাণ্ডের জন্য নিজেকেই দুষছেন স্ত্রী ক্যানিডস ওয়ার্নার। মানসিক চাপ থেকে ওয়ার্নার এমন কাণ্ড করেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে সিডনি সানডে টেলিগ্রাফকে ক্যানডিস বলেন, ‘ওয়ার্নারের এই অবস্থার জন্য আমিই দায়ী। যা ভেবে আমি শেষ হয়ে যাচ্ছি, পুরোই শেষ হয়ে যাচ্ছি।’

ওয়ার্নারের স্ত্রী ক্যানডিস কেন নিজেকে দায়ী করছেন, সেই ব্যাখাও অবশ্য দেননি তিনি। তবে ধারণা করা হচ্ছে, অতীতে একটা সময় নিউজিল্যান্ডের রাগবি খেলোয়াড় সনি বিল উইলিয়ামসের সাথে সম্পর্ক ছিল ক্যানডিসের। যা নিয়ে দক্ষিণ আফ্রিকার সমর্থকদের সামনে বিদ্রুপের মুখে পড়তে হয় ক্যানডিসকে। টেস্ট চলাকালীন দর্শকদের একটি অংশ বিলের মুখোশ পরে মাঠেও এসেছিল। এটি চোখ এড়ায়নি ওয়ার্নার ও ক্যানিডসের। তাই সব মিলিয়ে বেশ চাপেই ছিলেন ওয়ার্নার-ক্যানডিস জুটি। সেই চাপ থেকেই ওয়ার্নার এমন কান্ড করেছেন বলে ধারণা করা হচ্ছে।

chardike-ad

তবে ওয়ার্নারের ভুলের জন্য কোনো অজুহাত দেননি ক্যানডিস। তিনি বলেন, ‘যতটা পারে আমাকে এবং আমাদের সন্তানদের রক্ষা করেন ওয়ার্নার। খেলা শেষ করে সে যখন বাড়ি ফিরতো, শয়নকক্ষে আমাকে অশ্রু চোখে দেখতো। তখন মেয়েরা শুধু আমার দিকে তাকিয়ে থাকতো, যা ছিল হতাশাজনক। তবে যখন কেপটাউন বা পোর্ট এলিজাবেথে ছিলাম আমরা, ডেভ বাড়ি আসতো তার সামনেই আমি শক্ত থাকতাম এবং খেলার বিষয়েই তার সাথে ব্যস্ত থাকতাম।’

ওয়ার্নারের বল টেম্পারিংয়ের জন্য হতাশ হয়েছে অস্ট্রেলিয়ার ক্রিকেটপ্রেমীরা। এজন্য অস্ট্রেলিয়ানদের কাছে দুঃখপ্রকাশ করেছেন ক্যানডিস, ‘আমি জানি অস্ট্রেলিয়ানরা কতটা ব্যথিত হয়েছে। এজন্য আমরা দুঃখিত।’