কোরিয়ান নাগরিকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ অভিবাসীদের পিতামাতাকে কোরিয়ায় দীর্ঘস্থায়ীভাবে বসবাসের সুযোগ দিবে দেশটি। কোরিয়ান সরকারের আইন মন্ত্রণালয় জানিয়েছে বর্তমানে স্বল্পমেয়াদি ভিসা নিয়ে কোরিয়ান অভিবাসীদের পিতামাতারা কোরিয়া আসতে পারেন।
নতুন আইন অনুযায়ী নাতি নাতনিদের বয়স ৭ বছর হওয়া পর্যন্ত দীর্ঘস্থায়ী ভিসা পাবেন কোরিয়ান নাগরিকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ অভিবাসীদের পিতামাতারা। তিনের অধিক সন্তান থাকলে বয়সের সীমাবদ্ধতা ছাড়াই তারা স্থায়ীভাবে কোরিয়াতে বসবাস করতে পারবেন।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট হাউস ছং ওয়া দে’র ওয়েবসাইটে কোরিয়ান নাগরিকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ অভিবাসীদের পিতামাতাকে কোরিয়ায় দীর্ঘস্থায়ীভাবে বসবাসের সুযোগ দানের জন্য একটি পিটিশন আবেদন করা হয়। সেখানে ১০ হাজার জনেরও বেশি মানুষ সমর্থন করার পর আইন পরিবর্তন করার সিদ্ধান্ত নেয় কোরিয়ান সরকার।