Search
Close this search box.
Search
Close this search box.

বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসে শ্রদ্ধা জানিয়ে বিশেষ ডুডলস প্রকাশ করেছে অনলাইন জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। এতে ব্যবহার করা হয়েছে বাংলাদেশের লাল-সবুজ পতাকা। অর্ধবৃত্তাকার পরিবেশনার মধ্যে রয়েছে আকাশ আর সবুজের সংমিশ্রণ। তার ওপর তুলে ধরা হয়েছে জাতীয় পতাকা। আর নিচে আয়তাকার সবুজকে বেষ্টন করে রেখেছে লাল সীমানা। তার মাঝে সাদা অক্ষরে লেখা গুগল।  বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গুগল লিখেছে, আজ থেকে ৪৭ বছর আগে বঙ্গবন্ধু  শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেন।

chardike-ad

এটাকে বাংলাদেশ নামের একটি দেশের জন্মের সূচনা হিসেবে ধরা হয়। প্যারেড, বিভিন্ন অনুষ্ঠান, সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে বাংলাদেশী জনগণ এ দিনটি উদযাপন করছে। বিভিন্ন ফেস্টুনে সাজানো হয়েছে গুরুত্বপূর্ণ এলাকা। রাতভর রঙিন আলোয় সাজানো ছিল ঢাকা। আজকের ডুডল বাংলাদেশের এই মহান দিবসটিকে দৃশ্যমান করে তুলে ধরেছে। তাতে উড়ছে বাংলাদেশের পতাকা। শুভ স্বাধীনতা দিবস, বাংলাদেশ।