ইতালির মিলানোতে বৈধপথে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারীদের রেমিট্যান্স সম্মাননা প্রদান করা হয়েছে। দুটি ক্যাটাগরিতে এ সম্মাননা প্রদান করা হয়- সর্বোচ্চ রেমিট্যান্স প্রদানকারী ব্যক্তি ক্যাটাগরিতে ৭ জন ও সর্বোচ্চ রেমিট্যান্স প্রদানকারী প্রতিষ্ঠান ক্যাটাগরিতে ৫টি প্রতিষ্ঠানকে এ সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননা প্রাপ্তদের হাতে সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেন কনসাল জেনারেল রেজিনা আহমেদ। কনসাল রফিকুল করিমের পরিচালনায় রেমিট্যান্স প্রবাহ আরও বাড়াতে করণীয় শীর্ষক কর্মশালায় বক্তব্য রাখেন- সম্মাননা প্রাপ্ত ব্যক্তি, সাংবাদিক কাওছার হাওলাদার, মিজানুর রহমান, আব্দুর রাহিম, আব্দুল মান্নান মালিথা, জামিল আহমেদ, ফজলুল কাজি, ওসমান গনীসহ কমিউনিটি ব্যক্তিত্ব আকরাম হোসেন, তুহিন মাহমুদ, মামুন হাওলাদার।