আনুষ্ঠানিকভাবে শুরু হলো ‘দক্ষিণ কোরিয়া-চায়না-বাংলাদেশ’ রুটে পণ্যবোঝাই জাহাজ চলাচল।
শনিবার সকালে, দক্ষিণ কোরিয়া থেকে এ রুটের প্রথম জাহাজ ‘স্যান্টোসা ট্রেড’ চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। পরে জাহাজ মালিক প্রতিনিধি, ব্যবসায়ীসহ বন্দর কর্মকর্তাদের উপস্থিতিতে পণ্য খালাস শুরু হয়।
সংশ্লিষ্টরা জানান, সাতশ’ ৮৩ কন্টেইনার বোঝাই এ জাহাজটি মাত্র ১৪দিনে দক্ষিণ কোরিয়া থেকে চীন হয়ে চট্টগ্রামে পৌঁছায়। নতুন এ রুট চালু হওয়ার আগে এক মাসেরও বেশি সময় লাগতো বলে জানান ব্যবসায়ীরা।
এতে আমদানি খরচও কমবে বলে আশা করছেন তারা। পণ্য খালাস শেষে চট্টগ্রাম বন্দর থেকে ৫শ’ কন্টেইনার নিয়ে দক্ষিণ কোরিয়া যাবে হুন্ডাই কোম্পানির জাহাজটি।