Search
Close this search box.
Search
Close this search box.

lawআমিরাতে চারজনকে খুনের অভিযোগে ১০ বাংলাদেশি শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আবুধাবির ফৌজদারি আদালতে হাজির করা হয়েছে বলে বুধবার খালিজ টাইমস জানিয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, মুসাফাহ শিল্প এলাকায় একটি বাড়িতে ওই শ্রমিকরা থাকতেন। প্রতিবেশি এক শ্রমিক পুলিশকে জানায় ওই বাড়ি থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। পরে পুলিশ ওই বাড়িতে তল্লাশি চালিয়ে দুই নারী ও দুই পুরুষের মৃতদেহ উদ্ধার করে। বেশ কয়েকদিন আগে এদেরকে হত্যা করা হয়েছিল। নিহত চারজনই এশীয় বংশোদ্ভূত।

chardike-ad

আবু ধাবির শ্রম আইন অনুযায়ী, শ্রমিক আবাসনে নারীদের উপস্থিতি সম্পূর্ণ নিষিদ্ধ।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত ১০ বাংলাদেশি ওই বাড়িটির দায়িত্বে ছিল। তারা পুরুষদের বেশ পরিয়ে ওই বাড়িতে নারীদের নিয়ে আসত এবং পতিতাবৃত্তির জন্য কক্ষ ভাড়া দিত। এছাড়া কোনো শ্রমিক তার প্রেমিকাকে নিয়ে ওই বাড়িতে ভাড়ার বিনিময়ে কিছু সময় অবস্থান করতে পারত।

গ্রেপ্তারকৃত শ্রমিকরা পুলিশের কাছে স্বীকার করেছে তাদেরই একজন এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে তা জানা যায়নি।