Search
Close this search box.
Search
Close this search box.

odvut shishuকিছুদিন আগে পঞ্চগড়ে জন্ম নিয়েছিল এক অদ্ভুত শিশু। এবার সিরাজগঞ্জের শাহজাদপুরে জন্ম নিয়েছে দুই পা জোড়া লাগানো এক অদ্ভুত শিশু। উপজেলার পোতাজিয়া গ্রামের ইউনুস আলীর স্ত্রী লাভলী খাতুন এ শিশুর জন্ম দেন।

জানা যায়, সোমবার দুপুরেউপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অস্ত্রোপচারের মাধ্যমে দুটি যমজ শিশুর জন্ম হয়। এর মধ্যে একটি শিশুর মাথা ও মুখমণ্ডল স্বাভাবিক থাকলেও নাভীর নিচ থেকে পায়ের পাতা পর্যন্ত জোড়া লাগানো।

chardike-ad

এমন অদ্ভুত শিশুর জন্ম নেয়ার খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং শিশুটিকে একনজর দেখতে স্বাস্থ্য কমপ্লেক্সে শত শত মানুষ ভিড় জমায়। যমজ শিশু দুটির শারীরিক গঠন দেখে ছেলেসন্তান বলে ধারণা করেছেন চিকিৎসকরা।

শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মাসুদ রানা জানান, যমজ সন্তানদের একজন সুস্থ ও স্বাভাবিক থাকলেও পা জোড়া লাগানো শিশুটি জন্মের কিছুক্ষণ পর মারা যায়।