আন্তর্জাতিক সব চাপ উপেক্ষা করেই উত্তর কোরিয়া পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে। বিশ্বজুড়ে দেখা দিয়েছে আতঙ্ক, চলছে বাকযুদ্ধ আর ভয়ঙ্করসব মহড়া। আর তারই জের ধরে সম্প্রতি জার্মানি নতুন তথ্য জানিয়েছে। তারা বলছে, শুধু যুক্তরাষ্ট্রই নয়, উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্রবাহী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এখন মধ্য ইউরোপ ও জার্মানিতে আঘাত হানতে সক্ষম।
এ ব্যাপারে রবিবার জার্মানির পার্লামেন্ট সদস্যদের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকে এ তথ্য জানান দেশটির ফেডারেল ইন্টেলিজেন্স সার্ভিস-বিএনডির উপপরিচালক ওলে দিয়েল।
জার্মান গোয়েন্দারা এ তথ্য জানতে পেরেছেন বলে জানানো হয়েছে। এ প্রসঙ্গে জার্মান সংবাদপত্র বিল্ড অ্যাম সংট্যাগের প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে ওলে দিয়েল বলেছেন, তার গোয়েন্দা সংস্থার এ সংক্রান্ত তথ্য-উপাত্ত ‘নির্ভুল’।