১৬ বছর ধরে বাবা-মাকে খুঁজছে চট্টগ্রামের পাহাড়তলীর হৃদয় (২২)। ছেলেটির বয়স যখন ৫/৬ বছর তখন চট্টগ্রাম পাহাড়তলী রেলস্ট্রেশন থেকে হারিয়ে যায়। বন্ধুদের সঙ্গে খেলার ছলে একটি মালবাহী ট্রেনে উঠে। কিছু বুঝে উঠার আগেই ট্রেনটি ছেড়ে দেয়।
এরপর সে আর ট্রেন থেকে নামতে পারেনি। দীর্ঘ পথ যাওয়ার পর ট্রেনটি যখন কুমিল্লা স্ট্রেশনে থামে তখন হৃদয় নেমে বাবা-মাকে খুঁজতে থাকে। এদিক ওদিক দৌড়াদৌড়ি করে সে কাউকে খুঁজে পায়নি।
হৃদয়কে ওই সময় এক কৃষক আশ্রয় দেয়। কিছুদিন পর কৃষক হৃদয়কে একজন ডাক্তারের দায়িত্বে দেন। ডাক্তারও তাকে কিছুদিন লালন-পালন করে এক বেকারি মালিকের কাছে পাঠিয়ে দেন।
বেকারি মালিক হৃদয়কে লালন-পালন করে জীবিকার তাগিদে মালয়েশিয়ায় পাঠান। বর্তমানে হৃদয় ৪ বছর ধরে মালয়েশিয়ার মালাক্কাতে একটি কোম্পানিতে কর্মরত আছেন। হারিয়ে যাওয়া বাবা-মার সন্ধানে ব্যাকুল হৃদয়। এখন সে বাবা-মা’র সঙ্গে মিলনে অপেক্ষার প্রহর গুণছেন।
বাবা-মার সন্ধানে সবার সহযোগিতা চেয়েছে মা হারা ছেলেটি। হৃদয়ের সঙ্গে যোগাযোগ করা যাবে এ নম্বরে +৬০১১২৩২৩৭৭৩১
সৌজন্যে- জাগো নিউজ