ত্রিদেশীয় নিদাহাস ট্রফিতে অবিশ্বাস্য, অবিস্মরণীয় জয়ের মধ্য দিয়ে টাইগাররা ফাইনালে ওঠায় আনন্দে নাগিন ড্যান্স দিয়েছে কুয়েত প্রবাসী ক্রিকেটপ্রেমীরা।
শুক্রবার রাতে টিভির স্ক্রিনে খেলা দেখে আনন্দ ভাগাভাগি করে নিতে ক্রিকেটপ্রেমীরা বলেন, কোনও কথা নয়, শুধু নাগিন ড্যান্স হবে।
কুয়েত সিটি, কোম্পারি ব্রাকে প্রিয় দেশের অসাধারণ জয়ের পর প্রবাসী বাংলাদেশিরা এভাবে আনন্দ উল্লাস করেন। দেশ ও দেশের ক্রিকেটকে তারা কতোটা ভালোবাসে সেটা তাদের বাঁধ ভাঙা নাগিন ড্যান্স দেখেই বোঝা যায়।
প্রবাসীরা জানান, নিজ দেশের জয়ের আনন্দ ভাষায় প্রকাশ করার মত না। আমরা খুব খুশি, এই জয়টা প্রয়োজন ছিল। এটা মাহমুদউল্লাহ আমাদের এনে দিয়েছে।
বাংলাদেশ ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব কুয়েতের সভাপতি আখতারুজ্জামান বলেন, ম্যাচে দুর্দান্ত খেলে বাংলাদেশ ক্রিকেট দল এই জয়ে বাঘের যে কি শক্তি সেটা প্রমাণ করেছে। নিদাহাস ট্রফির ফাইনালে উত্তীর্ণ হওয়া আমর বাংলাদেশ দলকে প্রবাসী ক্রিকেটপ্রেমীদের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন।