আগামী সপ্তাহে গ্রেফতার হতে পারেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট লি মিয়ং বাক। গত বুধবার থেকে টানা ১৪ ঘন্টা ৪০ মিনিটের জিজ্ঞাসাবাদের পর লি (৭৬) সরকারী গোয়েন্দা বিভাগ থেকে ১ লাখ ডলার অর্থ নেওয়ার কথা স্বীকার করেছেন। তবে তার বিরুদ্ধে আনীত অন্যান্য অভিযোগ অস্বীকার করেছেন। তিনি এই বিতর্কের জন্য জনগণের কাছে ক্ষমা চেয়েছেন।
আগামী সপ্তাহে তাকে গ্রেফতারের আদেশ দিতে পারে আদালত। সাবেক এই প্রেসিডেন্টের সাবেক দুই সহকারিকে গ্রেফতার করা হয়েছে এবং তার ভাইদের বাড়ি ও অফিসে অভিযান চালানো হয়।
প্রসিকিউশন তার বিরুদ্ধে ন্যাশনাল ইন্টিলিজেন্স সার্ভিসের কাছ থেকে ১.৭৫ বিলিয়ন উওন অডিট বিহীন অর্থ নেওয়ার অভিযোগ তদন্ত করছে।
তিনি ২০০৮ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার সময় তার আত্মীয় ও সহকারিরা দুর্নীতিতে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে।