বলিউড অভিনেতা ইরফান খান বেশকিছু দিন ধরে ‘বিরল’ রোগে আক্রান্ত। সামাজিকমাধ্যমে তার অসুস্থতার কথা প্রথম জানান নিজে। বিস্তারিত জানানো হবে বলেও প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। প্রতিশ্রুতি অনুযায়ী এবার অসুখের বিস্তারিত জানালেন ইরফান খান।
নিজের টুইটারে ইরফান খান লিখেছেন, ‘অবাঞ্ছিত পরিস্থিতিই মানুষকে আরও শক্ত করে তোলে। বিগত কয়েক দিনে আমার সঙ্গে এমনই হয়েছে। আমি নিউরোএনডোক্রিন টিউমারে আক্রান্ত। কিন্তু আমার পাশের মানুষের ভালোবাসা আমায় এই কঠিন অসুখের সঙ্গে লড়াই করার সাহস জুগিয়েছে। আমি চিকিৎসার জন্য বিদেশ যাচ্ছি। আমার মঙ্গল কামনা করুন— অনুগামীদের শুধু এইটুকুই বলতে পারি।’
তবে চিকিৎসার জন্য ঠিক কোথায় যাচ্ছেন অভিনেতা তা এখনো জানা যায়নি। ইরফানের এই বিরল অসুখ নিয়ে ইতিমধ্যে নানা গুজব রটেছে। সেই বিষয়ে অভিনেতা লিখেছেন, ‘নিউরো শব্দটি সব সময়ে মস্তিষ্কের সঙ্গে সংশ্লিষ্ট না-ও হতে পারে। এই বিষয়ে আরও বেশি জানার জন্য গুগুল দেখুন।’