Search
Close this search box.
Search
Close this search box.

bangladeshফাইনালে উঠার লড়াইয়ে  ম্যাচে টসে জিতেছে বাংলাদেশ। টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে টাইগাররা।

এই ম্যাচে বাংলাদেশ দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। মাহমুদউল্লাহ রিয়াদের বদলে তিনিই আজ টস করেছেন।

chardike-ad

গুরুত্বপূর্ণ ম্যাচটিতে এই একটিই পরিবর্তন। চোট কাটিয়ে সাকিব আল হাসান একাদশে ফেরায় বাদ পড়েছেন বাঁহাতি পেসার আবু হায়দার রনি।

শ্রীলঙ্কা নেমেছে একাদশে দুই পরিবর্তন নিয়ে। দলে ঢুকেছেন ইসুরু আদানা আর আমিলা আপোনসো। তাদের জায়গা করে দিতে বাদ পড়েছেন দুষ্মন্ত চামিরা আর সুরাঙ্গা লাকমল।

আজকের ম্যাচটি দুই দলের অঘোষিত সেমিফাইনাল। যে দল জিতবে, সেই দল নিদাহাস ট্রফির ফাইনাল খেলবে ভারতের বিপক্ষে। আর হেরে যাওয়া দল বিদায় নেবে।