দুর্ঘটনার কবলে পড়ল ঢাকা থেকে নেপালের কাঠমান্ডুগামী ইউএস বাংলা এয়ারলাইনসের বিমান। বাংলাদেশি সময় সোমবার দুপুর ৩.২০ মিনিটে কাঠমান্ডু বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনাগ্রস্ত হয় বোম্বাইডার ড্যাস কিউ৪০০ বিমানটি।
টার্বোপ্রপ ইঞ্জিনচালিত এই বিমানটি রানওয়ের বদলে এয়ারপোর্টের একটি ফুটবল মাঠে দাঁড়িয়ে পড়ে। ঘটনায় এখন পর্যন্ত ৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে সংবাদ সংস্থা এপি জানিয়েছে এখন পর্যন্ত ৩৮ জন নিহতের তথ্য জানা গেছে।
যাত্রীদের মধ্যে ৩৩ জন বাংলাদেশি। নেপালি ছিলেন ৩২ মালদ্বীপের একজন ও চীনের একজন ছিলেন।