আদিতি বৈরাগী নামের একজন ছাত্রীর স্ট্যাটাস এখন ফেসবুকে ভাইরাল। ৭ মার্চ শান্তিনগর মোড়ে মিছিল থেকে ১৫-২০জন তাকে হ্যারাস করেছে বলেই তার দাবি। স্ট্যাটাস দেওয়ার পর হাজার হাজার মানুষকে এই স্ট্যাটাস শেয়ার দিতে দেখা গেছে।
স্ট্যাটাস দেওয়ার পর পক্ষে বিপক্ষে মতামত দিচ্ছেন হাজার হাজার মানুষ। আদিতি বৈরাগীর দেওয়ার স্ট্যাটাসের স্ক্রিন শট নিচে দেওয়া হলো।