দুষ্টচক্রের হাত থেকে অভিবাসন প্রক্রিয়াকে মুক্ত করার কথা উল্লেখ করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বলেছেন, ‘বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে কোনও সিন্ডিকেটকে প্রশ্রয় দেওয়া হবে না। দুষ্টচক্রের হাত থেকে অভিবাসন প্রক্রিয়াকে মুক্ত করতে হবে।’
মঙ্গলবার (৬ মার্চ) রাজধানীর একটি হোটেলে ‘বিশ্ব শ্রমবাজার ও বাংলাদেশ প্রেক্ষাপট’ শীর্ষক সংলাপে প্রধান অতিথি হিসেবে এমন বক্তব্য রাখেন তিনি।
বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রীর ভাষ্য, ‘অভিবাসন প্রক্রিয়াকে আরও সহজ, নিরাপদ ও টেকসইসহ ব্যয় কমিয়ে অভিবাসী কর্মীদের কল্যাণে নিরলসভাবে কাজ করছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। প্রশিক্ষিত ও দক্ষ জনবল তৈরি, উপযুক্ত কর্মপরিবেশ ও সঠিক মজুরি নির্ধারণের লক্ষ্যে কাজ করছি আমরা।’
মন্ত্রী মনে করেন, প্রবাসে নারী কর্মীদের সুরক্ষায় তাদের বিদেশে পাঠানোর আগে অধিকতর প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে পাঠানো উচিত। তার কথায়, ‘আমাদের কর্মীরা বিদেশে অত্যন্ত সুনামের সঙ্গে কাজ করছেন। বর্তমানে অনেক ভালো ও শিক্ষিত উদ্যোক্তা যুক্ত হওয়ায় এই খাতে শৃঙ্খলা ফিরে এসেছে।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণমন্ত্রী জানান, কুয়েতের শ্রমবাজারের জটিলতা নিরসনে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।