দক্ষিণ কোরিয়ায় শীর্ষ পর্যায়ের রাজনৈতিক নেতাদের দুর্নীতি কেলেঙ্কারির মধ্যে এবার কৌঁসুলিরা ঘুষ দুর্নীতির অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য সাবেক প্রেসিডেন্ট লি মায়ুং-বাককে তলব করেছেন।
এর আগে গত মাসেই দেশটিতে দুর্নীতির অভিযোগে সাবেক প্রেসিডেন্ট পার্ক জিউন-হাইয়ের ৩০ বছরের জেল হয়েছে। তিনি ছিলেন লি এরই উত্তরসূরি। আর এখন লি জেরার মুখোমুখি হলেন।
ঘুষ গ্রহণ ও ক্ষমতার অপব্যবহারসহ দুর্নীতির বেশ কয়েকটি অভিযোগে আগামী ১৪ মার্চ লি’কে ডেকে পাঠিয়েছে সিউল ‘সেন্ট্রাল ডিসট্রিক্ট প্রসিকিউটর অফিস।”
সাংবাদিকদের কৌঁসুলিরা বলেছেন, “সত্য জানার জন্য আমাদেরকে (লি কে) জেরা করতে হবে। তিনি সশরীরে উপস্থিত হবেন বলে আশা করছি। আমরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য প্রস্তুতি নেওয়ার যথেষ্ট সময় দিয়েছি।”
লি’কে নিয়ে দক্ষিণ কোরিয়ার মোট চারজন প্রেসিডেন্টকে দুর্নীতির অভিযোগে আদালতের মুখোমুখি হতে হল।
২০১৩ সালে লি’র স্থলাভিষিক্ত হয়েছিলেন পার্ক জিউন-হাই। পরে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তিনি অভিশংসিত এবং ক্ষমতাচ্যুত হন।
ওদিকে, লি মায়ুং-বাক গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইনটেলিজেন্স সার্ভিসের (এনআইএস) কাছ থেকে কোটি কোটি মার্কিন ডলার ঘুষ নিয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে।
এছাড়া, তিনি তার বড় ভাইয়ের কোম্পানির মামলার খরচ দিতে স্যামসাং কোম্পানিকে উৎসাহিত করেছেন বলেও অভিযোগ রয়েছে।