Search
Close this search box.
Search
Close this search box.

biman crushসিরিয়ার লাতাকিয়া প্রদেশে রাশিয়ার একটি সামরিক মালবাহী প্লেন বিধ্বস্ত হয়ে ৩২জন আরোহীর সবাই নিহত হয়েছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাশিয়ার সংবাদমাধ্যমগুলো একথা জানিয়েছে।

মঙ্গলবার খবরে বলা হয়, সিরিয়ার লাতাকিয়া প্রদেশে হামেইমিম বিমানঘাঁটিতে এ প্লেনটি বিধ্বস্ত হয়। কারিগরি ত্রুটির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

chardike-ad

কর্মকর্তারা জানান, প্লেনটিতে ২৬জন যাত্রী ছিলেন। আর ছয়জন ক্রু ছিলেন। যাদের সবাই মারা গেছেন।

এর আগে গত ৩১ ডিসেম্বর সিরিয়ার বিদ্রেোহীদের মটার হামলায় একটি রাশিয়ান যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছিল।