Search
Close this search box.
Search
Close this search box.

franceফ্রান্সের রাজধানী প্যারিসের মেট্রো রেল স্টেশনের রাস্তায় উল্টো দিক দিয়ে হাঁটায় এক সন্তানসম্ভবা নারীকে ৭৪ মার্কিন ডলার জরিমানা করা হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ফ্রান্সের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা।

বিবিসি জানিয়েছে, ২৭ ফেব্রুয়ারি ওই নারী তার পথ সংক্ষেপ করার জন্য কনকর্ড স্কয়ারের একমুখী সড়কে বিপরীত দিক থেকে হেঁটে আসছিলেন। আর এ জন্য তাকে জরিমানার টিকেট ধরিয়ে দেয় কর্তৃপক্ষ।

chardike-ad

প্যারিসের মেট্রো অপারেটর আরএটিপি জানিয়েছে, লোকজনের চলাচল নিয়ন্ত্রণ ও দুর্ঘটনা এড়াতে সড়কটি একমুখী চলাচলের জন্য করা হয়েছে। ওই নারীর প্রেমিক জরিমানার ওই টিকেটের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে লিখেছেন, ‘সাবাশ, এই টিকেটের জন্য।’

তার এই পোস্টে অনেকেই আরএটিপির প্রতি তাদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকেই অভিযোগ করেছেন, একইদিনে তারাও এই জরিমানার মুখে পড়েছিলেন।

লুসিল নামে একজন লিখেছেন, তিনি ভেবেছিলেন লোকজন যাতে ওই পথে হারিয়ে না যায় সেজন্য সেখানে নিষিদ্ধ চিহ্ন ছিল। তিনি লিখেছেন, ‘তারা যখন আমাকে আটক করে তখন ওই করিডোরে একমাত্র ব্যক্তি ছিলাম আমি। এটা অগ্রহণযোগ্য।’

মাইকেল বাবুট নামে এক যাত্রী লিখেছেন, ‘জরিমানার টিকেট পুরোপুরি পাগলামি এবং এই নিয়ম সম্পূর্ণ বদলানো প্রয়োজন।’