ইতালির ভেনিস শহরে আব্দুর রহিম নামে (২৫) এক বাংলাদেশির আকস্মিক মৃত্যু হয়েছে। শনিবার রাতে নিজ বাসায় তিনি মারা যান। নিহতের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার কেদারপুর উপজেলায়।
জানা গেছে, আব্দুর রহিম ভেনিসের ভিয়া কাপুচিনায় টিকিট সার্ভিস ও মানি একচেঞ্জের ব্যবসা করতেন। একই বাসায় রহিমের সঙ্গে থাকা তুহিন নামের আরেক বাংলাদেশিকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনা কেন ঘটেছে সে বিষয়ে এখনও কিছুই জানা যায়নি।
সূত্র জানায়, আব্দুর রহিম গত সপ্তাহে দেশ থেকে ইতালি আসেন। এরপর তার হঠাৎ মৃত্যু হয়। রহিমের অকাল মৃত্যুতে ভেনিস প্রবাসীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনার তদন্ত করছে।