linkedinচাকরির খোঁজ করতে অনেকেই ‘লিংকডইন’ (LinkedIn) নামক একটি সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটে উঁকি মারেন। নিজের কোম্পানির জন্য উপযুক্ত কর্মী খুঁজতেও লিংকডইন-কেই বেছে নেয়া হয়।

লিংকডইন-কে এক কথায় বিশ্বের সব থেকে বড় প্রফেশনাল নেটওয়ার্ক বলা হয়। সেখানেই ভারতীয় সুন্দরীদের অনেকে রমরমা ব্যবসা করে চলেছেন বলে খবর প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া।

chardike-ad

‘লিংকডইন’ প্রোফাইল ব্যবহার করে এসকর্ট সার্ভিস, প্রাপ্তবয়স্কদের বিনোদন, ইরোটিক মাসাজের গ্রাহক সংগ্রহ করা হয়। এই ব্যবসা বেশ জমেছে কলকাতা, বেঙ্গালুরু, দিল্লি ও মুম্বইয়ে।

সম্প্রতি বেঙ্গালুরুর এক যুবতী পোস্ট করে জানান, তিনি একজন ‘কল গার্ল’। তিনি এও জানান যে, বেঙ্গালুরুর সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা ইন্দিরানগর, জেপি নগর, দোমলুর, কাম্মানাহাল্লির মহিলা ও পুরুষ বাসিন্দাদের তিনি বিভিন্ন প্রকারের মাসাজ দেন। এর মধ্যে রয়েছে ইরোটিক মাসাজও।

২০১৩-য় লিংকডইন এই ধরনের ব্যবসা তাদের ওয়েবসাইটে নিষিদ্ধ করে দেয়। কিন্তু তা সত্ত্বেও দেদার চলছে মাসাজের নামে অসামাজিক ব্যবসার প্রচার। মার্কিন কোম্পানিটির ঘোষিত নীতিতেই রয়েছে, এসকর্ট সার্ভিস ও দেহ ব্যবসা সম্বন্ধিত কোনও প্রোফাইল লিংকডইন-এ তৈরি করা যাবে না।

লিংকডইন ইন্ডিয়ার কমিউনিকেশন হেড অবশ্য জানিয়েছেন, এই ধরনের ব্যবসার প্রচার লিংকডইন-এর চুক্তি-বিরুদ্ধ। তাই গুলোর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।