Search
Close this search box.
Search
Close this search box.

china-visaচীনে বিদেশী পেশাজীবী ও দক্ষ শ্রমিকদের আগমন সহজ করতে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশ নতুন একটি ভিসানীতি গ্রহণ করতে যাচ্ছে। এ নীতিটি আগামী ১ মার্চ থেকে সহজ কার্যকর হবে।

বিজ্ঞানী, প্রযুক্তি খাতের অগ্রণী ব্যক্তিত্ব, আন্তর্জাতিক উদ্যোক্তাসহ উচ্চ মেধার লোকজন এবং দক্ষ কর্মীরা ইউনানের ভিসার জন্য আবেদন করতে পারবেন। এ ভিসা মাল্টিপল এন্ট্রিসহ ১০ বছরের জন্য অথবা সিংগল এন্ট্রিসহ ১৮০ দিনের জন্য দেয়া হবে। আবেদনকারীর স্বামী/স্ত্রী এবং নাবালক সন্তানদেরও একই ভিসা দেয়া হবে।

chardike-ad

ইউনান প্রাদেশিক সরকারের একজন কর্মকর্তা বলেন, ইউনান এখন অর্থনৈতিক পুনর্গঠন ও উন্নয়নের জটিল পর্যায়ে অবস্থান করছে। এ সঙ্কট মোকাবেলা করতেই এ ব্যবস্থা নেয়া হচ্ছে।