দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও হার দিয়ে শুরু করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে নিজেদের সর্বোচ্চ সংগ্রহ গড়েও বোলারদের ব্যর্থতায় জয়ের দেখা পায়নি টাইগাররা। তবে দ্বিতীয় ম্যাচের আগে দলে কোন পরিবর্তন আনেনি বিসিবি। দ্বিতীয় ম্যাচের জন্য ঘোষিত দলে প্রথম ম্যাচে ডাক পাওয়া সবাই আছেন। ইনজুরি থেকেই পুরোপুরি সুস্থ না হওয়ায় এ ম্যাচের একাদশে রাখা হয়নি সাকিবকে।
এর আগে ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কার কাছে হেরে শিরোপা হাতছাড়া করার পর দুই ম্যাচের টেস্ট সিরিজেও হেরে যায় বাংলাদেশ। এবার টি-টোয়েন্টি সিরিজও শুরু হয়েছে হার দিয়ে। তবে সিলেটে ঘুরে দাঁড়াতে মরিয়া টাইগাররা। শেষ ম্যাচে জয় দিয়ে সিরিজে সমতা আনতে চান মাহমুদউল্লাহ বাহিনী। আগামী ১৮ ফেব্রুয়ারি সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টি-টোয়েন্টি খেলতে নামবে বাংলাদেশ।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাব্বির রহমান, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু জায়েদ রাহী, আফিফ হসেন, জাকির হোসেন, আরিফুল হক, মেহেদী হাসান, আবু হায়দার রনি, নাজমুল অপু, মোহাম্মদ মিঠুন।