যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের প্রথম মুসলিম মেয়রপ্রার্থীকে হত্যার হুমকি দেয়া হয়েছে। রাজিনা মুস্তফা নামের ওই নারী প্রার্থী রচস্টার শহরে মেয়র নির্বাচনে প্রতিযোগিতা করবেন।
তিনি জানান, চলতি সপ্তাহের শুরুর দিকে ‘মিলিশিয়া মুভমেন্ট’ নামের একটি গোষ্ঠী অনলাইনে তাকে হত্যার হুমকি দিয়েছে। একে ‘ইসলামবিদ্বেষ’ প্রসূত হুমকি হিসেবে দেখা হচ্ছে।
রেজিনা বলেন, ‘আমার জানার কোনো উপায় নেই, হুমকিদাতা ব্যক্তি কি কাছাকাছি কোথাও আছে, নাকি দূরে আছে।’
রেজিনা তার টুইটারে আরো বলেন, ‘আমি নিজেকে গুটিয়ে নেবো না। তবে যেকোনো হুমকিই গুরুতরভাবে নেয়া উচিত। নির্বাচিত হয়ে যারা নিজের সম্প্রদায়কে সেবা দিতে চায়, তাদের ভীত হওয়া উচিত নয়।’ ঘটনাটি ইতিমধ্যে পুলিশকে জানানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি। প্রসঙ্গত, রচস্টার শহরের এক লাখ ১৪ হাজার জনসংখ্যার মধ্যে ১২ হাজার মুসলিম রয়েছে।
রেজিনাকে হুমকির প্রতিক্রিয়ায় পুলিশের কাছে ঘটনাটির তদন্ত দাবি করেছে কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন্স’ (সিএআইআর)। সংস্থাটির মিনেসোটা চ্যাপ্টারের নির্বাহী পরিচালক জায়লানি হুসেন বলেন, ‘জাতীয় নির্বাচনে আসতে চাইছে, এমন সংখ্যালঘু সম্প্রদায়ের একজন সদস্যকে স্পষ্ট এই হুমকির তদন্ত চাই আমরা।’
সূত্র: আলজাজিরা