এবার বিএনপির বিক্ষোভ সভা বাড়ির ছাদে অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায়। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মামলার রায়ের প্রতিবাদে সারাদেশের ন্যায় গতকাল শুক্রবার জুমার নামাযের পর উপজেলা শহরে এ বিক্ষোভ কর্মসূচী পালনের কথা ছিল। কিন্তু পুলিশি বাধার কারণে ওইদিন বিকেলে উপজেলা বিএনপির সভাপতির নিজ বাস ভবনের ছাদে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি রাজিউর রহমান চৌধুরী খালেদা জিয়ার রায়ের প্রতিবাদ জানিয়ে বলেন, ‘বাংলাদেশে গণতন্ত্রের নেত্রী আজ জেলখানায় বন্দী। মিথ্যা মামলায় জড়িয়ে আজ দেশকে বাকরুদ্ধ করেছে, জাতিকে তার ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে। আজ আমাদেরকে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করতে দিচ্ছে না।’
সমাবেশে আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, ড. টিএম মাহবুবর রহমান সহ উপজেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল ও বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সৌজন্যে- ইত্তেফাক