saudiসৌদি আরবে ৬ মাস আগে নিহত দুই বাংলাদেশির পরিচয় এখনো পাওয়া যায়নি। পাসপোর্ট অনুযায়ী তাদের আত্মীয়-স্বজনদের খুঁজে পাওয়া যাচ্ছে না। জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট তাদের পরিচয় শনাক্ত করতে পারেনি। নিহতদের মরদেহ জেদ্দা হাসপাতাল হিমঘরে রাখা হয়েছে।

জানা গেছে, দীর্ঘদিন সৌদিতে থাকার ফলে ভিসা ও পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যায়। একটা সময় তারা ভুয়া কাগজপত্র তৈরি করে ওই দেশে অবস্থান করে। ফলে এ ধরনের সমস্যা তৈরি হয়। ২০০৮/২০০৯ সালে মূলত এ ধরনের ঘটনা বেশি ঘটেছে সৌদিতে।

chardike-ad

তবে বাংলাদেশ দূতাবাস নিহতদের পরিচয় মেলানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।