কাতারে কর্মস্থলে দুর্ঘটনার শিকার হয়ে মোহাম্মদ পিয়াস (৩০) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বাবা-মায়ের একমাত্র সন্তান ভাগ্যবদলের আশায় গত বছরের ঈদুল ফিতরের পর কাতারে নির্মাণকর্মী হিসেবে একটি প্রতিষ্ঠানে যোগ দেন পিয়াস।
২৩ জানুয়ারি দোহার বিন-মাহমুদ এলাকায় হামাদ হাসপাতালের পাশে দুপুর ১২টার দিকে কাজ করার সময় হঠাৎ ওপর থেকে মাথায় একটি ইট পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের বাড়ি ঢাকা জেলার দোহার উপজেলায়। মরহুম ওসমান মিয়ার একমাত্র সন্তান পিয়াস৷ পরিবারের আর্থিক অনটন দূর করতে এক বছর আগে প্রবাসে পাড়ি জমান এই যুবক। স্ত্রী ও এক সন্তান রয়েছে পিয়াসের।