কুয়েতে হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় কালা মিয়া নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। শনিবার (২৭ জানুয়ারি) রাতে কুয়েতের ফরওয়ানিয়া হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।
তার বাড়ি ফেনী জেলার দাগনভূঁইয়া উপজেলার উত্তর কৈখালী গ্রামের মকবুল মিয়ার ছেলে। নিহত কালা মিয়া এক যুগ ধরে আল তুয়েক কোম্পানিতে কর্মরত ছিলেন।
আল তুয়েক কোম্পানির প্রকৌশলী আবু সাঈদ বলেন, দীর্ঘদিন আমাদের কোম্পানিতে কর্মরত ছিলেন। উনি তিন ছেলে ও তিন মেয়ের জনক। আইনি কার্যক্রম শেষে নিহতের মরদেহ যত দ্রুত সম্ভব দেশে পাঠানো হবে।
কুয়েতস্থ ফেনী সমিতির নেতৃবৃন্দরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও শোক প্রকাশ করেন।