শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত ‘দেবদাস’ উপন্যাস অবলম্বনে বলিউডে নির্মিত হয়েছিলো চলচ্চিত্র। সঞ্জয়লীলা বানসালির সেই ছবিটিতে ‘দেবদাস’ চরিত্রে ছিলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান।
সেখানে তার দাদীর ভূমিকায় অভিনয় করেছিলেন আভা মুখার্জি। যারা ছবিটি দেখেছিলেন নিশ্চয়ই তাদের মনে আছে দেবদাসের প্রতি তার দাদীর অনুরাগ, ভালোবাসা। গত মঙ্গলবার মুম্বাইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এই গুণী অভিনেত্রী।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন অনেক বলিউড তারকারা। বিশেষ করে শাহরুখ খান তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি আভা মুখার্জিকে নিয়ে অনেক স্মৃতিচারণও করেছেন তার পরিবারের সঙ্গে।
পশ্চিমবঙ্গে জন্ম নেয়া এই অভিনেত্রীর রুপালি পর্দায় অভিষেক ঘটেছিলো ১৯৬৬ সালের কলকাতার ছবি ‘রাম ধাক্কা’ দিয়ে। এছাড়াও তিনি দেবদাস, স্নিপ, ডারনা জরুরি হ্যায় ছবিগুলোতেও তার অভিনয় দক্ষতা দেখান। তবে তার মেয়ে রোমিলা মুখার্জি পরিচালিত ‘ডিটেকটিভ নানি’ ছবিটি দিয়ে বেশ প্রশংসা কুড়ান আভা।
অভিনয় ছাড়া ব্যক্তিজীবনে আভা মুখার্জী একজন লেখিকা ও কপিরাইটার হিসেবেও ছিলেন উজ্জ্বল।