Search
Close this search box.
Search
Close this search box.

china-north-koreaজাতিসংঘের বাণিজ্য নিষেধাজ্ঞার প্রভাব দারুণ ভাবে পড়েছে চীন-উত্তর কোরিয়া বাণিজ্যে। গেল বছর দুই দফায় উত্তর কোরিয়ার ওপর আরোপিত এই নিষেধাজ্ঞার ফলে চীনের সঙ্গে দেশটির বাণিজ্য অর্ধেকে নেমে এসেছে।

চীনের শুল্ক এজেন্সির বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, গেল বছরের ডিসেম্বর মাসে উত্তর কোরিয়ার সঙ্গে তাদের বাণিজ্য কমেছে ৫০ শতাংশের বেশি।

chardike-ad

শুল্ক এজেন্সি গেল শুক্রবারে বলেছে, উত্তর কোরিয়া থেকে আমদানি কমেছে গেছে ৮১ শতাংশের বেশি। নিষেধাজ্ঞার পরে দেশটি থেকে চীন মাত্র ৫ কোটি ৪০ লাখ ডলারের পণ্য আমদানি করেছে। আর এই সময়ে দেশটিতে রপ্তানি করেছে চুক্তির মাত্র ২৩ দশমিক ৪ শতাংশ পণ্য।

উল্লেখ, উত্তর কোরিয়ার সর্বশেষ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার জের ধরেই দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে জাতিসংঘ। ওই নিষেধাজ্ঞা প্রস্তাবনায় উত্তর কোরিয়ায় তেল সরবরাহ ৯০ শতাংশ কমানোর পদক্ষেপের কথা বলা হয়েছে। পাশাপাশি বিভিন্ন দেশে কর্মরত প্রবাসী শ্রমিকদের ১২ মাসের মধ্যে দেশে ফেরত পাঠানো হবে। আর উত্তর কোরিয়ার নাগরিকদের আগামী ২৪ মাসের মধ্যে ফেরত পাঠাতে বলা হয়েছিল।

একইসঙ্গে যন্ত্রাংশ ও ইলেক্ট্রনিক্স সামগ্রী রপ্তানির ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তালিকায় আছে দেশটির তৈরি পোশাক সামগ্রীও।