Search
Close this search box.
Search
Close this search box.

sabbagফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাস বা জেরুজালেম আল কুদস মুসলিম বিশ্বের সম্পত্তি বলে মন্তব্য করেছেন সিরিয়ার সংসদ স্পিকার হামোদা ইউসেফ সাব্বাগ। সেইসঙ্গে পবিত্র এ প্রাচীন শহরের ওপর ইহুদিবাদী ইসরাইলের দখলদারিত্ব অবসানে গোটা বিশ্বের মুসলমানরা তাদের সর্বশক্তি নিয়োগ করবে বলেও জানান তিনি।

বুধবার তেহরানে ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি’র ১৩তম আন্তঃসংসদীয় সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, “বায়তুল মুকাদ্দাসকে ইসরাইলের কবল থেকে দখলমুক্ত করতে মুসলমানরা সব ধরনের চেষ্টা চালাবে এবং এটা করার তাদের পূর্ণ নৈতিক অধিকার রয়েছে। মুসলিম বিশ্বের বুকে ক্যানসার হয়ে বসে থাকা ইসরাইলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলতে হবে।”

chardike-ad

সিরিয়ার এ আইনপ্রণেতা আরো বলেন, “ইসরাইল বিরোধী প্রতিরোধ আন্দোলন সংগঠনগুলোর প্রতি সমর্থন দেয়ার কারণেই সন্ত্রাসীরা দামেস্ক সরকার এবং ফিলিস্তিনের বিরুদ্ধে জোট বাধছে। তবে শত্রুদের এসব প্রচেষ্টা ব্যর্থ হবে।”

সিরিয়া জাতির প্রতিরোধ শক্তি দুর্বল করতে সন্ত্রাসীরা তাদের ওপর আরো হামলা চালানোর পায়তারা করছে বলেও সতর্ক করে দেন সংসদ স্পিকার সাব্বাক।তবে সিরিয়ার জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে তার সরকার শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে বলেও জানান তিনি।