imran-khanলুকিয়ে বিয়ের খবর সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ার পরের দিন মুখ খুললেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ইমরান খান। তবে স্বীকার করে নিলেন বিয়ের প্রস্তাব দিয়েছেন তিনি। তার মুখপাত্র এক বিবৃতি দিয়ে জানিয়েছেন, বুশরা মানেকা নামে একজনকে ইমরান বিয়ের প্রস্তাব দিয়েছেন। কিন্তু তিনি সময় চেয়েছেন তার পরিবার ও তার সন্তানদের সাথে আলোচনা করার জন্য।

সেই বিবৃতিতে লেখা হয়, এটা খুবই ব্যক্তিগত বিষয়। এভাবে তা সংবাদ মাধ্যমে চলে আসা ভালো নয়। বুশরা মানেকা খুবই সাধারণ মানুষ। ও কোনও সেলিব্রিটি নয়। এটা খুব সংবেনশীল বিষয় যে দু’জনেরই সন্তানরা বিষয়টি স‌ংবাদ মাধ্যমের থেকে জানাল। যখনই মানেকা প্রস্তাব গ্রহণ করে নেবে তখন স্বয়ং ইমরান খানই সেই খবর জানাবে।

chardike-ad

ইমরানের বয়স ৬৬। মানেকা ৪০। মানেকা বিয়ে করেছিলেন ইসলামাবাদের এক কাস্টমস কর্মকর্তাকে। খবর রটে যায় ১ জানুয়ারিই লাহৌরে বিয়ে সেরে ফেলেছেন দু’জনে। ইমরানের প্রথম স্ত্রী ছিলেন জেমিমা খান। ১৯৯৫ সালে দু’জনের বিয়ে হয়েছিল। যে বিয়ে ভেঙে যায় ২০১৪ সালে। এরপর ২০১৫ সালে তিনি বিয়ে করেন রেহাম খানকে। সেই বিয়েও বেশি দিন টেকেনি।